ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাজ লজ্জা নেই দিশার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আলোচিত বলিউড তারকা দিশা পাটানি। বর্তমানে তিনি ছুটি কাটাচ্ছেন শ্রীলঙ্কায়। সঙ্গে রয়েছেন বয়ফ্রেন্ড টাইগার শ্রফ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি প্রকাশ করেছেন টাইগার শ্রফ এবং দিশা। যেখানে কালো বিকিনির দিশাকে ‘গ্ল্যামারাস’ লাগছে বলেই মত প্রকাশ করেছে কেউ কেউ। কিন্তু, দিশার ওই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশ জোর চর্চা শুরু করেছে।

তারা অভিযোগ করছেন- শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়ে দিশা যেভাবে ছবি শেয়ার করেছেন, তা অনুচিত। শুধু তাই নয়, ‘যৌন কর্মী’ বলেও কটাক্ষ করা হয়েছে দিশাকে। একজন যৌন কর্মীর সঙ্গে দিশার কোনও পার্থক্য নেই বলেও কটাক্ষ করা হয়েছে। কেউ দিশাকে ‘পর্নস্টার’ বলেছেন, আবার কারও মন্তব্য, ‘লাজ লজ্জা নেই’। যদিও, ছবি নিয়ে জোরালো আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি ‘বাগী টু’-এর নায়িকা।

শোনা যায়, দিশা পাটানিকে নাকি পছন্দ নয় টাইগার শ্রফের মায়ের। দিশার সঙ্গে টাইগারের সম্পর্ক থাক, তা কখনওই চান না জ্যাকি শ্রফের স্ত্রী। কিন্তু, সব বাধা অগ্রাহ্য করেই নিউ ইয়ার উপলক্ষে বিদেশে পাড়ি দেন টাইগার এবং দিশা।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি