ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

লাঞ্চের আগেই ৪ উইকেট হারালো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:৪২, ২৪ ডিসেম্বর ২০২২

মিরপুর টেস্টে ভারতের দেয়া লিড এখনো পেরোতে পারেনি বাংলাদেশ। অথচ সকালের সেশনেই হারিয়ে ফেলল ৪ উইকেট। নিজেদের দ্বিতীয় ইনিংসে শনিবার (২৪ ডিসেম্বর) পুনরায় ব্যাট করতে নামা বাংলাদেশ লাঞ্চে যাওয়ার আগে ৪ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে।

বোলারদের নৈপুণ্যে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ভারতকে বড় লিড নিতে দেয়নি বাংলাদেশ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দুজনই ৪টি করে উইকেট নিয়েছেন। বাকি দুই উইকেটের মালিক মিরাজ ও তাসকিন। ৮৭ রানে এগিয়ে থেকে সফরকারীরা গুটিয়ে যায় ৩১৪ রানে। সর্বোচ্চ ৯৩ করেন রিশভ পন্ত।

শুক্রবার (২৩ ডিসেম্বর) শেষ বিকেলে রানের তুলনায় উইকেটে টিকে থাকাটাই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের। দিনের বাকি থাকা ৯ ওভারে সে দায়িত্বটা ছিল দুই ওপেনার শান্ত-জাকিরের কাঁধে। যদিও কাজটা সহজ করে দেয় প্রকৃতি। আলোক স্বল্পতায় মাত্র ৬ ওভার মাঠে গড়ায়। ৮০ রানে পিছিয়ে থেকে দিনের সমাপ্তি টেনেছিলেন স্বাগতিকরা।

তৃতীয় দিনে প্রথম আধাঘণ্টায় ২ উইকেট হারায় স্বাগতিকরা। আগেরদিনের ৭ রান নিয়ে মিরপুরে তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু দিনের শুরুতেই নাজমুলের উইকেট তুলে নেন অশ্বিন। দ্বিতীয় ওভারে আগের বলে একটুর জন্য বেঁচে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান হন এলবিডব্লিউ। আগেরদিনের ৫ রানের সঙ্গে আর কোনো রানই যোগ করতে পারেননি শান্ত।

দ্রুতই সাজঘরের পথ ধরেন প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা মুমিনুল হক। ১২.৫ ওভারে মোহাম্মদ সিরাজের বলে পন্তের হাতে ধরা পড়েন মুমিনুল। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। মারেন ১টি চার।

এরপর দলীয় রান ৫০ পার হওয়ার পর সাজঘরে ফেরেন সাকিব। আগের ইনিংসের মতোই এ ইনিংসেও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন টাইগার দলপতি। ২৪.৪ ওভারে জয়দেব উনাদকাটের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন সাকিব। ৩৬ বলে এক চারে ১৩ রান করেন তিনি।

আর ৩১.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ১৯ বলে ৯ রান করেন তিনি। সঙ্গে নষ্ট করে ফিরেছেন রিভিউ। ভারতের প্রথম ইনিংসের তুলনায় এখনো ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি