লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৩:১৩, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৯, ১০ জুন ২০১৭
রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রোনালদোর জোড়া গোলে লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
এ নিয়ে বাছাইপর্বে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে পর্তুগীজরা। তবে এ ম্যাচে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। আর দলের হয়ে লিড এনে দেয়া গোলটি করেন তারকা ফুটবলার রোনালদো। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এ ফরোয়ার্ড। আর ৬৭ মিনিটে তৃতীয় গোলটি আসে আন্দ্রে সিলভার কাছ থেকে। অন্যম্যাচে, ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সুইডেন।