লাটভিয়ার মুখোমুখি হবে পর্তুগাল
প্রকাশিত : ১৪:০৮, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৪:১৩, ৯ জুন ২০১৭
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে রাতে লাটভিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।
বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় হবে এই ম্যাচ। আর এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে পর্তুগাল জাতীয় ফুটবল দলের সদস্যরা। এসময় দলের সাথে ছিলেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের বাছাই পর্বের বি গ্র“প থেকে ৫ ম্যাচ খেলে ৪টি জয় ও একটিতে ড্র করে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। সমান ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে লাটভিয়া রয়েছে পাঁচ নম্বরে। আর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সুইজারল্যান্ড।