ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘লাবণ্য’ চরিত্রে জয়া আহসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩৭, ১৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে তিনি অভিনয় করছেন কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে। সিনেমার নাম ‘ঝড়া পালক’। সিনেমাটির শুটিং নিয়ে এখন ব্যস্ত আছেন জয়া।

কবি জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করছেন সায়ন্তন চট্টোপাধ্যায়।

সিনেমাতে আরো অভিনয় করছেন কলকাতার অভিনেতা ব্রাত্য বসু ও রাহুল। সিনেমাটিতে জীবনানন্দ দাশের দুটি বয়সের চরিত্রে তাঁরা অভিনয় করছেন। এ ছাড়া অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, দেবশঙ্কর হালদার প্রমুখ।

কলকাতার এক গণমাধ্যমে পরিচালক সায়ন্তন চট্টোপাধ্যায় জানান, কলকাতার আহিরীটোলায় সিনেমাটির শুটিং হচ্ছে।

তিনি আরও বলেন, ব্রাত্য বসুর সঙ্গে জীবনানন্দ দাশের অসম্ভব মিল রয়েছে। পাশাপাশি দুজনের ছবি রাখলে তাঁর এমনটিই মনে হয়। অন্যদিকে, লাবণ্য দাশের চরিত্রে বাংলাদেশের জয়া আহসানকে উপযুক্ত মনে হয়েছে।

সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে কলকাতার বিভিন্ন লোকেশনে। তবে বাংলাদেশে জীবনানন্দ দাশের বাড়ি বরিশালেও কিছু দৃশ্যের শুটিং হওয়ার সম্ভাবনা আছে বলে জানান পরিচালক সায়ন্তন চট্টোপাধ্যায়।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি