লাভলু’র নতুন ধারাবাহিক ‘প্রিয় দিন প্রিয় রাত’
প্রকাশিত : ১৪:৩৮, ২ জুলাই ২০১৮
নতুন ধারাবাহিক নিয়ে এলেন নাট্যকার নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। ‘প্রিয় দিন প্রিয় রাত’ নামক এ নাটকে তুলে ধরা হয়েছে মফস্বল শহরের তরুণ-তরুণীর প্রেমের কাহিনি।
টেলিভিশন নাটকে তুমুল জনপ্রিয় নাম সালাউদ্দিন লাভলু। ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্মাণে ও অভিনয়ে সরব রয়েছেন ছোটপর্দায়। ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’খ্যাত এ নির্মাতা দর্শকদের উপহার দিয়েছেন ভিন্নধারার অসংখ্য জনপ্রিয় নাটক।
৩০ জুন থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে এ নির্মাতার পরিচালনায় নতুন ধারাবাহিক ‘প্রিয় দিন প্রিয় রাত’। নাটকটি রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম। এতে অভিনয় করেছেন, ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররূখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বীর অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরীয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ।
নাটক সম্পর্কে সালাহউদ্দিন লাভলু বলেন, মফস্বল শহরের মহল্লায় বেড়ে ওঠা তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলা কথার গল্প, মনে মনে রক্তাক্ত হওয়ার গল্প, সীমা ছাড়া কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প ‘প্রিয় দিন প্রিয় রাত’। ‘প্রিয় দিন প্রিয় রাত’ জানালার গল্প, বারান্দার গল্প, ছাদ ও সিঁড়ির মাখামাখির গল্প।
তিনি আরও বলেন, এটি যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি চোখের ভেতর সব খোয়ানোর গল্প। শেষ পর্যন্ত ‘প্রিয় দিন প্রিয় রাত’ প্রেমে প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প।
আরকে//