ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাল গালিচা দেখে পুলিশের ওপর ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:১৩, ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেট সফরে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এসময় পুলিশকে লক্ষ্য করে ‘কামডা না করে আকামডা কর’ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেটের এয়ারপোর্ট থানায় গিয়ে তিনি লালগালিচা বিছানো দেখে বিরক্তি প্রকাশ করেন।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন এবং তাৎক্ষণিক সেটা সরিয়ে নেওয়া হয়। 
এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, 'এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। যেটা আমি নিষেধ করি, তোমরা ওইটাই কর। কামডা না করে আকামডা কর। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছো না।'

পরে বিমানবন্দর থানা পরিদর্শন করে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে। আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন।'

দেশে অনেক পরিবর্তন হয়েছে, পরিবর্তন আরও হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন করেন, ‘যে যা-ই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।’

পুলিশের কাছে থেকে আসামিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এগুলোর ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কথা বলবেন। এছাড়া যারা আসামি ছিনিয়ে নিচ্ছে, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এসব ঘটনা আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবো।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি