ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

লাল নেকড়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:৫৭, ২৯ এপ্রিল ২০১৮

লাল নেকড়ে একটি দুর্লভ প্রজাতির প্রাণী। বর্তমানে এরা বিলুপ্তপ্রায়। পূর্ব আমেরিকার আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল থেকে টেক্সাস পর্যন্ত, উত্তরে পেনসিলভেনিয়া ও দক্ষিণে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে এদের উপস্থিতি রয়েছে।

গত শতকের মাঝামাঝি সময় লাল নেকড়ে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পশম ও চামড়ার জন্য অবাধে শিকার, আবাসভূমি ধ্বংস এবং খাদ্যের সংকটের ফলে এদের সংখ্যা হ্রাস পায়। কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় এদের সংরক্ষণ এবং কৃত্রিম পরিবেশে প্রজননের মাধ্যমে বংশবিস্তারের ব্যবস্থা করা হয়। বর্তমানে পৃথিবীতে বন্য পরিবেশে ১০০ থেকে ১২০টি লাল নেকড়ে রয়েছে।

মনে করা হয়, লাল নেকড়ে ধূসর নেকড়েদের নিকটাত্মীয়। এরা দেখতেও অনেকটা ধূসর নেকড়ের মতোই। তবে এরা আলাদা প্রজাতি এবং দৈর্ঘ্যে প্রায় ৫ ফুট, কান লম্বা এবং শরীরে লালচে পশম রয়েছে।

লাল নেকড়ে প্রতিবারে ৫/৬টি বাচ্চার জন্ম দেয়। বাবা-মা উভয়েই তাদের বাচ্চাদের লালন-পালন করে। এরা দলবদ্ধ সামাজিক প্রাণী।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি