ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষ্যে সাধুমেলা ২০২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ১৫ অক্টোবর ২০২০

মহাত্মা ফকির লালন শাহ্ এর ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর দুইদিনব্যাপী লালন স্মরণোৎসব, আন্তর্জাতিক সেমিনার ও সাধুমেলা-২০২০ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনে দেশি ও বিদেশি লালন গবেষকগণ ভার্চুয়াল/ স্বশরীরে  উপস্থিতির মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন ইউনেস্কো ঢাকা অফিস। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকাসহ ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠান আয়োজন করা হবে।

১৬ অক্টোবর ২০২০ সকাল ৭.৩০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শত বাউলের অংশগ্রহণে বাউলের কণ্ঠে বঙ্গবন্ধু বন্দনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পতিকৃতিতে শ্রাদ্ধার্ঘ্য নিবেদন। সকাল ৯টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাউল গান ও বাউল দর্শন বিষয়ক কর্মশালা। বিকাল ৩টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বিশ্ব মানবতার মুক্তিতে লালন দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েল মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে স্বগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব নওসাদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন কাউন্সিল ফর সোস্যাল ডেভেলপমেন্ট এর সভাপতি অধ্যাপক মুচকুন্দ দুবে (নয়াদিল্লী,ভারত)। আলোচনা করবেন ইনালকো বিশ্ববিদ্যায় (ফ্রান্স) অধ্যাপক জেরিমি করডম এবং জনাব কার্লোস সেমিডো, (গবেষক, ফ্রান্স)।

বিষয় ভিত্তিক বক্তব্য বাউল সঙ্গীত সংরক্ষণ ও বিকাশ বক্তব্য রাখবেন ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারী জেনারেল জনাব মো. সোহেল ইমাম খান, লালনের সমাজ ভাবনা ও বিশ্ব মানবতা বিষয়ে বক্তব্য প্রদান করবেন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। সাঁইজির ভাববাণী পরিবেশন করবেন ফকির নহির শাহ্, ফরিদা পারভীন, সমির বাউল, কিথ ই কান্ত (ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র), দেবরা জান্নাত (ফ্রান্স)। সন্ধ্যা ৬টায় একাডেমি প্রাঙ্গণ বাউলকুঞ্জে সাঁইজির ভাববাণী ও বাউল গান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৭ অক্টোবর ২০২০ সকাল ৯টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাউল গান ও বাউল দর্শন বিষয়ক কর্মশালা। বিকাল ৩টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে স্বগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব সুশান্ত কুমার সরকার। সেমিনারে বিশ্ব মানবতার মুক্তিতে লালন দর্শন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. শক্তিনাথ ঝা (পশ্চিমবঙ্গ, ভারত)। আলোচনা করবেন ওয়ারশো বিশ্ববিদ্যালয়, পোল্যান্ড এর অধ্যাপক ড. মি হাউ এবং লালন বিশ্ব সংঘের সভাপতি জনাব আবদেল মাননান।

লালন চর্চার ইতিহাস সংরক্ষণে আমাদের করণীয় বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক ড. আনোয়ারুল করিম। বাংলাদেশ সরকার ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণ ও প্রসার বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করবেন কিষী তাহ্নীন, প্রোগ্রাম অফিসার (কালচার), ইউনেস্কো, ঢাকা অফিস। সাঁইজির ভাববাণী পরিবেশন করবেন টুনটুন ফকির, শফি মন্ডল, কয়োকো তাকাদা (জাপান), সুগাত মৈত্র (শ্রীলঙ্কা), কামিল সিজনসিড (পোল্যান্ড) এবং নওমি ওটানাবে (জাপান)। সন্ধ্যা ৬টা থেকে একাডেমি প্রাঙ্গণ বাউলকুঞ্জে সাঁইজির ভাববাণী ও বাউল গান অনুষ্ঠিত হবে।

মানবতার মহান সাধক ফকির লালন সাঁই ১৭৭৪ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত চাপাড়া, ভাড়ারা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন নিবেদিতপ্রাণ সাধক, দার্শনিক ও মানবতাবাদী কবি। প্রাপ্তি সূত্রে তিনি প্রায় সহস্রাধিক মরমি ভাববাণীর রচয়িতা। তাঁর মর্মস্পর্শী পদাবলি বাংলার সহজ সরলমনা সংগীীত প্রেমীদের আত্মার খোরাক। তাঁর গান গেয়ে অনেক শিল্পী বাংলাদেশ ও ভারতে জনপ্রিয়তা লাভসহ বহির্বিশ্বেও খ্যাতি অর্জন করেছেন । দেশে ও দেশের বাইরে মুক্তিকামী অসংখ্য মানুষ লালন ফকিরের ভাববাণীকে নিজ জীবনের ভাবাদর্শ হিসেবে গ্রহণ করছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাঁর স্মরণে জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে কোনো কর্মকান্ড বা আয়োজন প্রচলিত ছিল না। এ শূন্যতা পূরণের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শিল্পগুরু ঋদ্ধিমান লিয়াকত আলী লাকী দায়িত্ব গ্্রহনের পর থেকে তাঁর ভাবনা ও পরিকল্পনায় দেশের বরেণ্য বাউল ও বাউল শিল্পী, শীর্ষ পর্যায়ের লালন গবেষক, প্রাজ্ঞ সাধক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে  জাতীয় পর্যায়ে ২০১৫ সালে তিন দিনব্যাপী কয়েক শতাধিক সাধক নিয়ে সাধুসঙ্গ, ২০১৬ সালে লালন সাঁইজির আখড়ায় দেশের বরেণ্য সাধকদের দ্বারা কয়েক শত নবীন প্রবীণ বাউল ঘরানার শিল্পীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল গঠন করে, প্রশিক্ষণরত বাউলদের ২০১৭ থেকে অদ্যাবদি দেশের প্রথম শ্রেণির বাউল সাধক ও বাউল শিল্পীদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উল্লেখ্য ২০১৯ সাল থেকে প্রতিমাসের পূর্ণিমা তিথিতে মাসিক “সাধুমেলা” আয়োজন করে আসছে।

বিশ্বব্যাপী (কোভিড -১৯) করোনা মহামারীর কারণে পূর্বের ন্যায় একাডেমির বাউলকুঞ্জে সাধুমেলার আয়োজন করা সম্ভব না হলেও এর ধারাবাহিকতা অনলাইনে প্রতিমাসে আয়োজন ও সম্পন্ন করা হয়ে থাকে (সাধুমেলার ১৩ থেকে ১৮তম আসর) এর মধ্যে ১৪তম ও ১৬তম সাধুমেলা তিন দেশের অংশগ্রহনে আন্তর্জাতিকভাবে সুসম্পন্ন করা হয়।

আগামী ১৭ অক্টোবর মানবতার মহান সাধক, সাম্যবাদের প্রতীক ও বাংলার ভাববাদের প্রবর্তক মহাত্মা ফকির লালন শাহ্ এর ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে শিল্পগুরু ঋদ্ধিমান লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর ভাবনা ও পরিকল্পনায় ১৬ ও ১৭ অক্টোবর সকাল ৮.০০ টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে  বাংলদেশ শিল্পকলা একাডেমি বাউল পরিবার ও ১০টি বাউল সংগঠনের শত বাউলের অংশগ্রহণে একাডেমির বাউলকুঞ্জ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত বাউলের কণ্ঠে বঙ্গবন্ধুর বন্দনা ও পদযাত্রার মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বাঙালি জাতির দুই শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করার মাধ্যমে জাতির ইতিহাসে ঘটতে যাওয়া শিল্পগুরুর এমন অভিনব ও মহৎ উদ্যোগের বাস্তবায়ন এর মধ্য দিয়ে সাঁইজির ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণোৎসব শুরু করা হবে।

তারই ধারাবাহিকতায় আগামী আগামী ১৬ ও ১৭ অক্টোবর  বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে (বাউলকুঞ্জ) ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া দুই দিনব্যাপী লালন স্মরণোৎসব, আন্তর্জাতিক সেমিনার ও সাধুমেলা-২০২০ আয়োজনের নিমিত্তে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি