ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লালুর দুর্নীতি মামলার চূড়ান্ত রায় আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:০৮, ২৪ জানুয়ারি ২০১৮

জেলে থাকা বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু যাদবের বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলার চূড়ান্ত রায় হতে যাচ্ছে। এছাড়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা অন্য দুই মামলার আপিল আবেদনের শুনানি শেষে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৯২-৯৩ সালে ছেয়বাসা ট্রেজারি থেকে অবৈধভাবে ৩৩ কোটি ৬৭ লাখ ভারতীয় রুপি উত্তোলনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এ ঘটনায় যাদবকে মূল আসামি করা হয়েছে। এ ঘটনায় বিহারের আরেক সাবেক মূখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে এ ঘটনায় শাস্তি দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দুর্নীতি মামলা থেকে তাকে রেহাই দেওয়া হয়েছিল।

এই মাসের প্রথমদিকে, লালু যাদবকে জেলে পাঠায় আদালত। ১৯৯০-৯৪ সাল পর্যন্ত সময়ে জালিয়াতির মাধ্যমে ৮৯ লাখ রুপি উত্তোলনের ঘটনায় তাকে সাড়ে তিন বছরের কারাদন্ড দেন আদালত। লালু যাদব উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করে, তার জামিন চেয়েছেন। আজই এ মামলার শুনানি শেষে রায় দেওয়ার কথা রয়েছে।

সুত্র: এনডিটিভি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি