লাস ভেগাসে গোলাগুলিতে নিহত ২০, আহত শতাধিক
প্রকাশিত : ১৫:১৯, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৩১, ৫ অক্টোবর ২০১৭
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মান্দালাই বে ক্যাসিনোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় রোববার রাতে মান্দালাই বে রিসোর্ট ও ক্যাসিনোর কাছাকাছি বা ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পুলিশ লাস ভেগাস বুলেভার্ড বন্ধ করে দিয়েছে এবং জনগণকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে। পাশের ম্যাককারান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট বন্ধ করা হয়েছে। গোলাগুলির ঘটনার সময় মান্দালাই বে এলাকার রাস্তাজুড়ে রুট ৯১ হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ রাত চলছিল। অনুষ্ঠানে গান গাইতে আসা অনেক শিল্পী গুলি ছোড়ার শব্দ শুনেছেন।
বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়, কমপক্ষে একজন বন্দুকধারী ওই ফেস্টিভ্যাল চলাকালে গুলি ছুড়েছেন। ভিডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো ছবিতে দেখা গেছে, শত শত মানুষ ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছেন। কয়েকটি ভিডিওতে গুলির আওয়াজ শোনা যায়।
এদিকে স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছে গুলিতে আহত এমন অন্তত ২০ জনকে তারা চিকিৎসা দিচ্ছে।
সূত্র : বিবিসি বাংলা
এসএ/ডব্লিউএন
আরও পড়ুন