ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

লিঙ্গ পরীক্ষার খবর জেনে হতবাক তাপসী পান্নু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:১১, ১ অক্টোবর ২০২১

‘এ তো পুরুষের শরীর’! সম্প্রতি 'রেশমি রকেট' ছবিতে তাপসী’র লুক প্রকাশ্যে আসতে এভাবেই ট্রোল হতে হয়েছিল অভিনেত্রীকে। সেই ট্রোলের কড়া জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।

তবে সে তো গেল কিছু মানুষের নিম্ন রুচির কথা। তবে বাস্তবেই যে কোনও মহিলা খোলোয়াড়কে খেলার সময় লিঙ্গ পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তা সত্যিই জানা ছিল না তার। বিষয়টা জানতে গুগল করে জানতে হয়েছে তাপসীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন।

সম্প্রতি সামনে এসেছে ‘রেশমি রকেট’ ছবির ট্রেলার। যেখানে দেখা যায়, ছোট থেকেই তাপসীকে দৌড়বিদের ভূমিকায় দেখা গিয়েছে। তিনি দেশের জন্য পদক জিতেছেন এবং সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন। তবে তার জীবনে ভিন্ন পথে বাঁক নেয়, যখন লিঙ্গ যাচাইয়ের জন্য তার পরীক্ষা নেওয়া হয়। প্রতারণা এবং জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়ার অভিযোগে, রেশমি মানবাধিকার লঙ্ঘনের মামলা দায়ের করেন। একজন আইনজীবীর সহায়তায় এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেন রেশমি। সেই কঠিন সত্যিই উঠে এসেছে ছবির ট্রেলারে।

মহিলা খেলোয়াড়দের লিঙ্গ পরীক্ষার প্রসঙ্গে তাপসী পান্নু বলেন, ''এই ছবিটি যাঁর লেখা গল্প অবলম্বনে তৈরি, আমি সেই নন্দ পেরিয়াসামির (রশ্মি রকেট লেখক) সঙ্গে দেখা করেছি। তিনি আমার রেফারেন্সের জন্য গল্পের একটি খুব সুন্দর এভি তৈরি করেছিলেন। যখন আমি সেটি দেখলাম, আমি হতবাক। আমি খেলা দেখতে পছন্দ করি দেখিও, কিন্তু এই লিঙ্গ পরীক্ষার বিষয়টি সম্পর্কে আমার কোন ধারণা ছিল না, যা ছবিতে তুলে ধরা হয়েছে। আমাকে এটা জানতে গুগল করতে হয়েছিল। এই বিশেষ সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার পর আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম।''

রেশমি রকেটে’র ট্রেলার চাঁদের ঘটনার কথা মনে করিয়ে দেয়। যিনি ২০১৮ সালে এশিয়ান গেমসে দুটি রৌপ্য পদক জিতেছিলেন এবং ১০০ মিটারে ভারতের জাতীয় রেকর্ডধারী হয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে কমনওয়েলথ এবং এশিয়ান গেমস দল থেকে নিষিদ্ধ করা হয়েছিল তাকে কারণ তার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি ছিল।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি