ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিজার জন্য তারকাদের শুভেচ্ছা ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:৫২, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রকাশ পাচ্ছে লিজার ‘ভালোবাসি বলা হয়ে যাক’ গানের ভিডিও। ৫ অক্টোবর (বৃহস্পতিবার) এটি প্রকাশ পাবে বলে জানা গেছে। প্রকাশের আগে আগাম শুভেচ্ছা ভিডিও দিয়েছেন লিজার প্রিয় কিছু মানুষ।

লিজার জন্য হাবিব ওয়াহিদ ভিডিও তৈরি করেছেন। আর সেই ভিডিওটি প্রকাশিত হয়েছে ফেসবুকে। এর আগে একইরকমভাবে লিজাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও গায়ক আসিফ আকবর। ভিডিও বার্তায় তারা গানটির কথা তুলে ধরেন এবং লিজাকে অভিনন্দন জানান।

এ বিষয়ে লিজা বললেন, ‌গানটির ভিডিও প্রকাশ উপলক্ষে আমার প্রিয় কিছু মানুষ ভিডিও বার্তাগুলো দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রাতেই কণা আপুও শুভেচ্ছা জানাবেন বলে শুনেছি। আমার নতুন গানকে নিয়ে তাদের এই সহযোগিতা খুবই ভালো লাগছে।

পুরান ঢাকায় ‘ভালোবাসি বলা হয়ে যাক’-এর ভিডিও হয়েছে। গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর করেছেন বেলাল খান। ভিডিওটি নির্মাণ করেছে প্রেক্ষাগৃহ। আর এটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি