ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লিটন দাসকে নিয়ে সাম্প্রদায়িক প্রোপাগাণ্ডা, যা জানা গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২৩ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:৪২, ২৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

গত ১৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচ চলাকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় একদল দর্শক। এরইমধ্যে উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, লিটন কুমার দাস হিন্দু হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে এই স্লোগানটি দেওয়া হয়েছে। ইসলামপন্থীরা এই স্লোগানটিকে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে গালি হিসেবে ব্যবহার করে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে লিটন কুমার দাসের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়নি এবং এই স্লোগানটিকে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে অপবাদ হিসেবেও ব্যবহার করা হয় না বরং, বাংলাদেশে বিভিন্ন সময়ে এই স্লোগানটি ক্রিকেটারসহ অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধেও দেওয়া হয়েছে। 

প্রকৃতপক্ষে, আলোচিত এই স্লোগানটি বাংলাদেশে একটি সাধারণ চর্চা।

গত ১৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস এর ম্যাচে পরাজিত হয় ঢাকা ক্যাপিটালস। উক্ত ম্যাচে ফিল্ডিং করার সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ও ঢাকা ক্যাপিটালসের ব্যাটার লিটন কুমার দাসকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় কিছু দর্শক।

পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে বিপিএল ফ্রেঞ্জাইজি ঢাকা ক্যাপিটালস তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়। যেখানে বলা হয়, “আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড-গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।”

এছাড়াও, বিপিএলের আরেক ফ্রেঞ্চাইজি রংপুর রাইডার্সও তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে উক্ত বিষয়টি নিয়ে সহমর্মিতা জানিয়ে পোস্ট দেয়। সেখানে তারা বলেন, “লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ! আমরা সেই লিটন দাশকেই মনে রাখি, সমর্থন করি। Stay Strong Litton Kumer Das!”

তাছাড়া, লিটন কুমার দাসকে উদ্দেশ্য করে কিছু দর্শকের দুয়োধ্বনির ঘটনায় নেটিজেনরাও ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ফেসবুকে পোস্ট (১, ২, ৩) করেন।

বাংলাদেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান কি শুধু হিন্দুদের বিরুদ্ধেই ব্যবহার করা হয়? 

বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। গত ১৯ জানুয়ারি চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল ম্যাচের আগেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল গেটের সামনের দর্শক সারিতে ‘ভুয়া, ভুয়া’ রব ওঠে। চট্টগ্রামের দর্শকেরা বরিশালের দর্শকদের বলেন ‘ভুয়া’, বরিশালের দর্শকেরাও পাল্টা জবাব দেন ‘ভুয়া’ বলে।

মুসলিম ক্রিকেটারদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বিপিএলের চলতি আসরের কোনো ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ না নিলেও তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।

এছাড়াও, গত বছর বিপিএলের দশম আসরেও সিলেট পর্বের ম্যাচে সাকিব আল হাসানের বিরুদ্ধে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

একই বছর ঈদের নামাজের পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয় এই খেলোয়াড়কে উদ্দেশ্য করে। ২০২৪ সালে স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান। সে বছরের ১০ এপ্রিল সেখানে তিনি ঈদুল ফিতর উদযাপন করেন। সেদিন জ্যামাইকার মুসলিম সেন্টারে তিনি ঈদুল ফিতরের জামাত আদায় করতে যান। সেখানে তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় উপস্থিত জনতার কিছু অংশ।

এর আগে ২০২৩ সালেও সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। সেবছরের ২৬ অক্টোবর অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। সে সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন তাকে।

এছাড়াও, গত বছরে বিপিএলের একটি ম্যাচ চলাকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনিং ব্যাটার তামিম ইকবালকে নিয়েও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় এক দল দর্শক।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে উদ্দেশ্য করেও গত বছরের ফেব্রুয়ারিতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় দর্শকরা।

অর্থাৎ, লিটন কুমার দাস ব্যতীত যেসব বাংলাদেশি ক্রিকেটারদের উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে তাদের প্রত্যেকেই মুসলিম ধর্মাবলম্বী।

তাছাড়া, গত বছর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচে বিনা টিকেটে খেলা দেখতে না পেরে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিলেন একদল শিক্ষার্থী।

অর্থাৎ, ধর্মীয় কারণে নয় বরং, আশানুরূপ পারফর্ম না করার কারণে দর্শকরা লিটন কুমার দাসের ওপর ক্ষুব্ধ হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন বলেই প্রতীয়মান হয়।

সুতরাং, হিন্দু হওয়ার কারণে লিটন কুমার দাসের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি