ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লিটনের ক্যাচ মিসে প্রথম সেশনটা প্রোটিয়াদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৩১ মার্চ ২০২২ | আপডেট: ১৭:০৪, ৩১ মার্চ ২০২২

ফিফটি হাঁকানোর পর ডিন এলগার

ফিফটি হাঁকানোর পর ডিন এলগার

ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম সেশনটা উইকেট ছাড়াই কাটাল বাংলাদেশ। চার মূল বোলার বোলিং করলেও সাফল্য পাননি কেউই। লিটনের ক্যাচ মিস না হলে চিত্রটা অন্যরকম হতে পারত, তবে সুযোগ কাজে লাগিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, ২৫ ওভারেই তুলেছে ৯৫ রান।

এর আগে টস জিতে খানিকটা চমকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। টস জিতলেন, অথচ সিদ্ধান্ত নিলেন ফিল্ডিং করবেন। সেইসঙ্গে তামিমকে নিয়ে দিলেন অপ্রত্যাশিত খবরটাও। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার জানিয়ে দিলেন, টস জিতলে আগে ব্যাটিং-ই নিতেন তিনি।

এলগার যেমনটা চাচ্ছিলেন, তেমনটাই হলো দক্ষিণ আফ্রিকার সূচনা। অবশ্য খেলা শুরু হতে খানিকটা বিলম্ব হলো ডারবানে। দুই দল যখন মাঠে নেমে যায়, তখনই সাইট স্ক্রিন সমস্যার কারণে নির্ধারিত সময়ের ৩২ মিনিট পর শুরু হয় খেলা।

দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে ব্যাটিং পেয়ে ওয়ানডে মেজাজেই ব্যাটিং করেন প্রোটিয়া অধিনায়ক। নিজে আগ্রাসী ব্যাটিং করলেও তাসকিন-এবাদতদের টেস্ট মেজাজেই মোকাবেলা করেন সারেল এরউই।

এলগার অর্ধশতক পেয়ে যান ৬০ বলে। উইকেট পেতে অধিনায়ক মোমিনুল শরণাপন্ন হন একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজের। তবুও যেন আরাধ্য উইকেট ধরা দিচ্ছিল না বাংলাদেশকে। তবে সেশনের শেষদিকে একটা সুযোগ অবশ্য এসেছিল।

লাঞ্চ বিরতির আগের ওভারটি করছিলেন মিরাজ। ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে থাকা লিটনের হাতে ক্যাচ যায়। তবে সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি উইকেটরক্ষক। ফলে উইকেটবিহীন প্রথম সেশন কাটাতে হলো বাংলাদেশকে।

লাঞ্চে যাওয়ার আগে ২৫ ওভারের এই সেশনে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৯৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৬০ রান করে অপরাজিত আছেন ডিন এলগার এবং ৩২ রানে অপরাজিত সারেল।

বাংলাদেশ একাদশ: 
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসাইন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: 
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজাড উইলিয়ামস, ডুয়ান ওলিভিয়ের।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি