
পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় লিবিয়ায় জনশক্তি রপ্তানির উপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বায়রা।
রোববার রাজধানিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বায়রা নেতারা বলেন, পররাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিধাজ্ঞায় লিবিয়াতে বাংলাদেশের সব ধরণের জনশক্তি রপ্তানি বন্ধ আছে। এতে আড়াইশো এজেন্সীর ৪ হাজার স্টাম্পিং করা ভিসার মেয়াদ উত্তীর্ন হয়ে গেছে। লিবিয়াতে বর্তমানে ৪০ হাজার বাংলাদেশি কর্মরত এবং সেখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলেও দাবি করেছে বায়রা। সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে লিবিয়ার গোটা শ্রমবাজার প্রতিযোগী অন্য দেশগুলোর দখলে চলে যাবে বলেও মনে করেন সংগঠনের নেতারা।