ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লিবিয়ায় বিমানঘাঁটিতে হামলায় নিহত ১৪১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২০ মে ২০১৭ | আপডেট: ১৪:১৪, ২০ মে ২০১৭

লিবিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিমানঘাঁটিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।
মিসরাতা শহরের ব্রাক এল-সাতি বিমান ঘাঁটিতে এই ঘটনা ঘটে। ওই সময় বিমান ঘাঁটিটি লিবিয়ান ন্যাশনাল আর্মি-এলএনএ’র দখলে ছিল। সরকার সমর্থিত যোদ্ধারা সেখানে প্রবেশ করলে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। নিহতদের অধিকাংশই এলএনএ’র সদস্য। সরকার সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে অনেককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সরকার। এ’ ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সরকার সমর্থিত বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি