ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

লিবিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৭ মে ২০১৭ | আপডেট: ১১:৫৯, ২৯ মে ২০১৭

খ্রিস্টান পুণ্যার্থীদের বহনকারী বাসে বন্দুকধারীদের হামলার জেরে লিবিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান চালিয়েছে মিশরের বিমান বাহিনী।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বিষয়টি নিশ্চিত করেছেন। মিশরে হামলার সাথে যুক্ত সন্ত্রাসীরা সেখানে প্রশিক্ষণ নিয়েছে বলে দাবি করেছেন সিসি। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে নিয়মিতভাবে অভিযান চলবে বলেও জানান তিনি। এদিকে, সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। শুক্রবার খ্রিস্টান পুণ্যার্থীদের বহনকারী বাসে হামলা চালায় বন্দুকধারীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি