ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

লিভার রোগীদের মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনা সম্ভব: ডা. মাহতাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৭, ১৮ ডিসেম্বর ২০১৮

অটোলোগাস হেমোপয়টিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন লিভার রোগীদের মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান মামুন আল মাহতাব (স্বপ্নীল)।         

আজ (সোমবার) ধানমন্ডির ফারাবী জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এডভান্সড স্টেম সেল সেন্টারের যাত্রা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

দেশে বেসরকারী খাতে চালু হওয়া এডভান্সড স্টেম সেল সেন্টার লিভার রোগীদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিশ্বমানের গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে দাবি করে ডা. মামুন আল মাহতাব (স্বপ্লীল) বলেন, অটোলোগাস হেমোপয়টিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। প্রায় দুই বছর ধরে আমরা লিভার ফেইলিউরের চিকিৎসায় অটোলোগাস হেমোপয়টিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন শুরু করেছি। ইতোমধ্যে আশি জনের বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের অভিজ্ঞতালব্ধ ফলাফল সমন্বিত তিনটি বৈজ্ঞানিক প্রবন্ধ কয়েকটি বিশ্বমানের বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।     



তিনি বলেন, ভাইরাল হেপাটাইটিসের মত একিউট কন্ডিশন কিংবা লিভার সিরোসিসের মত ক্রনিক ব্যাধি- এই দুই ধরনের রোগের ক্ষেত্রে রোগীদের লিভার ফেইলিউর দেখা দিতে পারে। লিভার ফেইলিউরে মৃত্যুর ঝুঁকি যদিও বা একেক রকম তথাপি কম আশঙ্কাজনক নয়। যেহেতু লিভার ফেইলিউরের সবচাইতে ধনন্তরী চিকিৎসা লিভার ট্রান্সপ্ল্যান্টেশন, নানা কারণে তা জটিল। দেশে এই মুহুর্তে সেই সুবিধাও নেই। তাই অটোলোগাস হেমোপয়টিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন এক নতুন সম্ভাবনার সৃষ্টি করল। এর ফলে ভবিষ্যতে অনেক লিভার রোগী মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসতে সক্ষম হবে বলে আশা করছি।    

প্রসঙ্গত, দেশে বর্তমানে তিন কোটি লোক হেপাটাইটিস বি, সি কিংবা ফ্যাটি লিভারের মতো জটিল রোগে আক্রান্ত। প্রতি বছর বাংলাদেশে প্রায় বিশ হাজার লোক লিভার রোগে মৃত্যুবরণ করেন।   

আআ/এসি  
   
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি