লিভারপুলের বিপক্ষে চেলসির জয়
প্রকাশিত : ১২:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮
ইএফএল বা কারবাও কাপের তৃতীয় রাউন্ডে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। গতরাতে এ ম্যাচে চেলসির হয়ে একটি করে গোল করেছেন ইমারসন এবং ইডেন হ্যাজার্ড।
অপরদিকে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেছেন স্টারিজ। এ খেলায় জয় পাওয়া নিয়ে চেলসীর সহকারী ম্যানেজার জিয়ানফ্রানকো জোলা বলেছেন, এটি চেলসির জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করবে।
এ সময় তিনি ইডেন হেজার্ডকে বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়ার হিসেবে আখ্যায়িত করেন। কেননা লিভারপুলের বিপক্ষে এ ম্যাচে হ্যাজার্ডের ৮৫ মিনিটের ওই গোলটি চেলসিকে জয়ের বন্দরে পৌঁছাতে সাহায্য করেছে।
এর আগে চেলসির তারকা ফুটবলার সেস ফ্যাব্রিগাস হ্যাজার্ডকে সম্পর্কে বলেন, বার্সেলোনার হয়ে মেসি যে দায়িত্ব পালন করেন, ক্লাব সতীর্থ ইডেন হ্যাজার্ডও ব্লুজদের হয়ে সে দায়িত্ব পালন করেন।
সূত্র: বিবিসি
এমএইচ/ এআর