ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিভারে চর্বি জমা থেকে রক্ষা পেতে খান তেঁতুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বর্তমানে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে লিভারে চর্বি!। একটু বয়স বাড়লেই লিভারে চর্বি জমার সমস্যা দেখা দেয়। আর তখনই আমরা মুঠো মুঠো ওষুধ খাওয়া শুরু করি। কিন্তু কিছু প্রাকৃতিক খাদ্য আছে যা খেলে ভাল ফল পাওয়া যায়। সেই খাদ্যটি হলো তেঁতুল। লিভারে যে কোন সমস্যায় তেঁতুল বেশ উপকারি। 

তেঁতুল আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং হজম প্রক্রিয়াকে সঠিক রাখে। এছাড়াও  খারাপ কোলেস্টেরল ধ্বংস করে। 

কী ভাবে তেঁতুল খেলে উপকার পাবেন

খোসা ছাড়ানো তেঁতুলের সঙ্গে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ভালভাবে তৈরি হয়ে গেলে সেটি ছেকে নিন। এর পর ছেকে নেওয়া পানিতে সামন্য মধু মিশিয়ে সকাল-বিকেল দু’বেলা খান।

তেঁতুলের এই পানি খাওয়ার ফলে আর কী কী উপকার পাওয়া যাবে তা জেনে নিন...

* হৃদরোগের যাবতীয় সমস্যা দূর করে এই তেঁতুল পানি।

* কোলন ক্যান্সারের মতো রোগ থেকেও রেহাই দেয় এই পানি।

* তেঁতুলে থাকা লয়াক্সেটিভ কোষ্ঠকাঠ্যিন্যের মতো সমস্যা দূর করে।

* এছাড়াও তেঁতুলে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি বুড়িয়ে যাওয়া ত্বককে রক্ষা করে।

* এই তেঁতুল শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে এবং লিভারে জমা ফ্যাট গলাতে সাহায্য করে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি