লিভারের রোগগুলো যেভাবে ছড়ায়: ডা. স্বপ্নীল
প্রকাশিত : ২০:২৬, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৪২, ১৮ অক্টোবর ২০১৮
লিভারের অনেক রোগ রয়েছে। তাই এগুলো প্রতিরোধে সচেতন থাকা জরুরি। লিভার রোগের প্রধান সমস্যা হলো হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। বিদেশ যেতে ইচ্ছুক এমন তরুণদের বি অথবা সি ভাইরাস পজিটিভ থাকলে তাদের ভিসা দেওয়া হয় না। এসব ভাইরাস একজনের কাছ থেকে অন্যজনের শরীরে ছড়ায়। তবে এসব রোগ প্রতিরোধে কিছু প্রতিষেধক আছে। বিশেষ করে বি ভাইরাস। প্রতিষেধকগুলো নিতে হবে।
এক সিরিঞ্জ যারা বারবার শেয়ার করে, বিশেষ করে মাদক নেয় যারা, তাদের ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে। সেক্সচুয়াল ট্রান্সমিশনের মধ্য দিয়ে অনেক সময় হতে পারে। একই ব্লেড ব্যবহারের কারণেও এ রোগ ছড়াতে পারে। এ ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।
এন্ডোস্কোপি বা ল্যাপারেস্কোপির করার সময় ব্যবহূত যন্ত্রগুলো ভালোভাবে পরিশোধন করা না হলে একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই এ বিষয়ে সচেতন থাকতে হবে। একই সঙ্গে শারীরিক সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরাশর্ম নিন, সুস্থ থাকুন।
লেখক: ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
হেপাটোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
একে//