লিস্টার সিটির বিপক্ষে আজ মাঠে নামবে ম্যানচেস্টার সিটি
প্রকাশিত : ১২:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৬
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে, শীর্ষে ওঠার লড়াইয়ে লিস্টার সিটির বিপক্ষে আজ শনিবার মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায়। আজ জয়ের জন্যই লড়বে শিরোপা প্রত্যাশি দু’দল। ২৪ ম্যাচে ১৪ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের র্শীষে রয়েছে লিস্টার সিটি। আর সমান ম্যাচে সমান জয়ে তিন পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে ম্যানচেস্টার সিটি। এর আগে, লিস্টার সিটির মাঠে গোল শূন্য ড্র করেছে ম্যানসিটি। অন্যম্যাচে, শনিবার রাত ৯টায় সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে লিভারপুল।
আরও পড়ুন