ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লুইস-ঝড়ের পরও উইন্ডিজের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭

হতে পারতেন ওয়ানডে ক্রিকেটের ডাবল সেঞ্চুরিয়ানদের একজন। এগোচ্ছিলেনও সেই পথেই। তাকে আউট করতে পারছিলেন না ইংলিশ বোলাররা। তবে জ্যাক বলের বলে আঘাত পেয়ে থেমে যেতে হলো ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে। ৭টি ছক্কা ও ১৭টি চারে  ১৩০ বলে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে যখন আহত হয়ে মাঠ ছাড়েন তখন ইনিংসের আরো ৪ ওভারের মত বাকি। এটি হতে পারতো ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সপ্তম ডাবল সেঞ্চুরি। সেটি হলো না।  বৃষ্টি আইন ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ৬ রানে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় হওয়ায় ম্যাচ শেষে হয়তো লুইসের কষ্টটা আরও বেড়েছে।


গতকাল কিংস্টন ওভালে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মরগান। এভিন লুইসের দুর্দান্ত সেঞ্চুরি ও জেসন মোহাম্মাদের ৪৬ রানের ওপর ভর করে ৩৫৬ রানের বিশাল স্কোর দাঁড় করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস ওয়াকস ৩ উইকেট লাভ করেন।


৩৫৭ রানের টার্গেটে খেলতে নেমে দলকে দারুণ সূচনা এনে জেসন রয়। ৬৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর মঈন আলী ও জস বাটলারের ঝড়ে ৩৫ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৮ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। পরে ডার্কওয়াথ লুইস পদ্ধতিকে ৬ রানে জয় পায়  ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হন এভিন লুইস।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি