ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লুইসের সেঞ্চুরিতে রানের পাহাড়ে কুমিল্লা

প্রকাশিত : ১৫:৫৬, ২৮ জানুয়ারি ২০১৯

বিপিএলের চলতি আসরে প্রথম সেঞ্চুরি দেখেছিলেন লরি ইভান্স। ইংলিশ ব্যাটসম্যানের দেখানো পথে শেষ ৯ ম্যাচেই তিনটি সেঞ্চুরির দেখা মিলল।

সোমবার আসরের চতুর্থ আর নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এভিন লুইস। ক্যারিবীয় তারকার ব্যাটে ভর করে আসরের ও বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ রানের সংগ্রহ গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বিপিএলে এর চেয়ে বড় সংগ্রহ আছে কেবল একটি। গত শুক্রবার চট্টগ্রামেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৩৯ রান করেছিল রংপুর রাইডার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৩তম ম্যাচে টস জিতে আগে বোলিং নেন খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানস। একে ফিরে গেছেন স্বীকৃত ব্যাটসম্যানরা। তবে থেকে গিয়েছিলেন এভিন লুইস। শুরু থেকে শেষ পর্যন্ত ছোটালেন স্ট্রোকের ফুলঝুরি। রীতিমতো কামান দাগালেন তিনি। তার তাণ্ডবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হলো মাহমুদউল্লাহদের। তাদের নাকের পানি, চোখের পানি এক করে বিধ্বংসী সেঞ্চুরি তুলে নিলেন ক্যারিবীয় হিটার।

লুইস ৪৯ বলে ১০ ছক্কা ও পাঁচ চারে অপরাজিত থাকেন ১০৯ রানে। প্রথম ১০ ওভারে কুমিল্লা করেছিল ৭৭ রান। শেষ ১০ ওভারে তারা যোগ করে ১৬০ রান!


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি