ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

লেনিনের শেফ ছিলেন পুতিনের দাদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১২:০০, ১২ মার্চ ২০১৮

এই মুহূর্তে পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি কে? কেউ বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার কেউ বলবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আবার অনেকেই বলবেন ইস্পাত দৃঢ় ব্যক্তিত্ব উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সিরিয়া ইস্যুতে মার্কিনিদের কোণঠাসা হওয়ার পর অনেকেই পুতিনকেই বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি বলে চিহ্নিত করেছেন। জানেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তির পিতামহ পেশায় কি ছিলেন?

সম্প্রতি পুতিনের বিভিন্ন হুটহাট সিদ্ধান্তসহ বেশ কিছু ভূমিকা নিয়ে দুই ঘণ্টার একটি ডকুমেন্টারি প্রচারিত হচ্ছে রাশিয়াজুড়ে। এতে দেখা যায়, বিশ্বের ক্ষমতাধর এই নেতার দাদা স্পিরিডন পুতিন রুশ বিপ্লবের নায়ক লেনিন ও স্ট্যালিনের পান্থশালায় পাচকের কাজ করতেন। ডকুমেন্টারিতে পুতিন বলেন, আমার দাদা মি. স্পিরিডন পুতিন মহামতি লেনিন ও স্ট্যালিনের জন্য খাবার রান্না করতেন। তিনি লেনিন ও স্ট্যালিনের খুব বিশ্বস্ত ছিলেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানায়, আমার দাদা পেশায় একজন পাচক ছিলেন। এতে তার সুনাম ছিলো বেশ। প্রথমে তিনি লেনিনের জন্য রান্না করতেন। পরে স্ট্যালিনের জন্যও রান্না করতেন তিনি। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সময় থেকেই তিনি লেনিনের জন্য রান্নার কাজ করতেন। আর ১৯৬৬ সালে ৮৬ বছর বয়স পর্যন্ত তিনি সেই কাজই করে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শেফ ছিলেন।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি