ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৯, ৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। নিহত যুবক তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

দূতাবাস জানায়, শনিবার বিকাল সাড়ে তিনটায় দাহিয়া নামক এলাকায় ইসরাইলি বাহিনী যখন বিমান হামলা চালায়, তখন নিজাম সেখানকার একটি কফি শপে ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাউন্ট লেবানন হাসপাতালে। সেখানে মর্গে তার মৃতদেহ রাখা আছে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।  

লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১)র পাসপোর্ট নম্বর: EF0620043। তার বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

লেবাননে ইসরাইলি হামলার পর অনেক প্রবাসী বাংলাদেশি বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। দেশটির বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। 

আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে দূতাবাস। তবে ইসরাইলি বিমান হামলার কারণে তা কঠিন হয়ে পড়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি