ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

লেবাননে সিরীয় শরণার্থীদের শিবিরে অগ্নিকান্ডে শিশু নিহত, আহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১১:৪৫, ৩ জুলাই ২০১৭

লেবাননের বেক্কা ভ্যালিতে সিরীয় শরণার্থীদের একটি শিবিরে আগুন লেগে কমপক্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬ জন।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি প্রকাশ করেছে। ভয়াবহ ওই আগুনে প্রায় ১০০টি তাঁবু পুড়ে হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে তেমন কিছু জানা যায় নি। আহতদের পাশের হাসপাতালে নেয়া হয়েছে।  রান্না করার সময় অসাবধানতাজনিত কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করছে স্থানীয় কর্তৃপক্ষ। জাতিসংঘের মতে প্রায় দশ লাখ সিরীয় শরনার্থী  লেবাননে আশ্রয় নিয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি