ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

লেবাননে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরাইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১০:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরাইল।

শুক্রবার ইসরাইলের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করবো।’

তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয়পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেন।

এদিকে চলতি সপ্তাহে লেবাননে ইসরাইলি হামলায় ৭শ’র বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হামলায় হিজবুল্লাহর অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘আমি মনে করি তাদের সক্ষমতা অনেক কমে গেছে।’

ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, ‘সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে।’

এদিকে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা করেছে দখলদার ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে হামলা চালানো হয়েছে।

বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

তবে এই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করা হয়েছে কি না সে বিষয়টি উল্লেখ করেননি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র। পাশাপাশি হামলার সময় নাসরুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন কি না সে বিষয়টিও স্পষ্ট নয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি