ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

লেবাননের বিপক্ষে পূর্ণ পয়েন্টেই চোখ বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২২ জুন ২০২৩ | আপডেট: ১০:৩৮, ২২ জুন ২০২৩

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের আসরে প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। 

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৪টায়।

আমন্ত্রিত দল হিসেবে সাফে অংশ নিয়েছে লেবানন। প্রথমবারের অংশগ্রহণে বাজিমাত করার লক্ষ্য দলটির। 

এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপে ১৩ বার অংশ নিয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে প্রথমবারের মতো শিরোপা জেতে লাল সবুজের দল। পরের বছর খেলে সেমিফাইনাল। এরপর কেটে গেছে ১৮ বছর বলার মতো কোনা সাফল্য নেই বাংলাদেশের। 

এবার সেই খরা ঘোচাতে চায় জামাল-তারিকরা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সর্বোচ্চ দিয়ে পূর্ণ পয়েন্টই চোখ বাংলাদেশের। 

'বি' গ্রুপে লেবানান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি