ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লেভানদভস্কির জোড়া গোলে বার্সার দুর্দান্ত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১৮ সেপ্টেম্বর ২০২২

স্প্যানিশ ফুটবল লিগ লা-লিগায় রবের্ত লেভানদভস্কির জোড়া গোলে এলচেকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা।

শনিবার ক্যাম্প ন্যুয়ের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। লেভানদোভস্কির দুই অর্ধের দুই গোলের মাঝে একটি করেন মেমফিস ডিপাই।

ম্যাচের প্রথমদিকে বার্সাকে ভালোভাবেই আটকে রাখে এলচে। তবে ভুলটা করে ম্যাচে ১৪তম মিনিটে। লেভানদভস্কিকে ফাইল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এলচে ডিফেন্ডার গনসালো ভেরদুর। 

পরে দশ জনের দল নিয়ে আর লড়াইয়ে ফিরতে পারেনি সফরকারীরা। 

৩৪তম মিনিটে দলকে এগিয়ে নেন লেভা। লা লিগায় এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন পোলিশ তারকা।

৪১তম মিনিটে ব্যবধার বাড়ান মেমফিস ডিপাই। বালদের পাস ডি-বক্সে পেয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড।

বিরতির পর নিজের জোড়া পূর্ণ করে দলকে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার লেভানদভস্কি। দেম্বেলের বাড়ানো বলে ঠিকমতো শট নিতে পারেননি মেমফিস, গোলরক্ষকও পারেননি বিপদমুক্ত করতে। ফাঁকায় বল পেয়ে জালে পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। এ নিয়ে বার্সেলোনার জার্সিতে তার মোট গোল হলো ১১টি।

বাকি সময়ে একটানা আক্রমণ করে যায় বার্সেলোনা। সুযোগও আসে, তবে কাজে লাগাতে পারেনি কেউ। 

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সে জয়ের পথে ফিরল জাভির দল।

এই নিয়ে পাঁচ ম্যাচে জিতে ১৬ পয়েন্টি নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৫। আজ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতলে শীর্ষে ফিরবে কার্লো আনচেলত্তির দল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি