লেভেল ক্রসিংয়ের কারণে ময়মনসিংহে যানজট (ভিডিও)
প্রকাশিত : ১০:৩১, ৩ ফেব্রুয়ারি ২০১৯
২৬টি পয়েন্টে লেভেল ক্রসিং থাকায় ট্রেন চলাচলের কারণে দিনভর যানজটে নাকাল বিভাগীয় শহর ময়মনসিংহ। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষ। অতিষ্ট নগরবাসীর দাবি, শহরের ভেতর থেকে রেললাইন অন্যত্র সরিয়ে নেয়ার।
প্রাচীন নগরী ময়মনসিংহ এখন বিভাগীয় সদর দপ্তর। নগরীর পরিধি বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মানুষ, বেড়েছে ব্যস্ততা।
ব্যস্ত এই নগরীতে রয়েছে ২৬টি রেল ক্রসিং। ট্রেন আসার ১৫ থেকে ৩০ মিনিট আগেই লেভেল ক্রসিংয়ে সিগন্যাল বার ফেলে আটকে দেয়া হয় যানবাহন। প্রতিদিন ২০ থেকে ২৫ বার এমন আটকে থাকায়, নগরীতে দিনভর থাকে অসহনীয় যানজট।
যানজট থেকে নি®কৃতি পেতে শহরের বাইরে রেললাইন সরিয়ে নেয়ার দাবি নগরবাসীর।
দাবির প্রতি সহমত জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।
শহর থেকে রেললাইন সরানো অথবা লেভেল ক্রসিংগুলো আরো উঁচু ও আধুনিকায়ন করেও সমস্যার সমাধান সম্ভব, এমনটা জানান সংশ্লিষ্টরা।
আরও পড়ুন