ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

লোকসংগীত উৎসবে নিবন্ধন করার নিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৩০ অক্টোবর ২০১৭

আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭’। বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ১১ নভেম্বর পর্যন্ত রোজ সন্ধ্যা ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত চলবে এ আসর।

এ আসরে আপনিও অংশ নিতে পারবেন। খুবই সহজে এবং বিনামূল্যে উৎসবটি উপভোগ করতে পারবেন।

এ জন্য আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন করতে http://dhakainternationalfolkfest.com/ ওয়েবসাইটটি যেতে হবে।

ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনের সময় বেশ কিছু কাগজ উপস্থাপন করতে হবে। এগুলো হলো- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল/কলেজের ফটো আইডি কার্ড। রেজিস্ট্রেশন সফল হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপ্রত্র প্রিন্ট করতে হবে। অনুষ্ঠানস্থলে ৩ দিনের জন্য ৩টি আলাদা এন্ট্রিপাস প্রদর্শন করতে হবে।

ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সব তথ্য।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি