লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬
প্রকাশিত : ১৬:৩৮, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ৮ আগস্ট ২০১৬
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬।
রাজধানীর একটি হোটেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। দেশের তরুন প্রজন্মকে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’র নেমোনিক উন্মেচন করেন শিল্পী ফরিদা পারভীন। এছাড়া প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ইন্দ্রমোহন রাজবংশী, শফি মন্ডল ও কিরণ চন্দ্র রায় সহ প্রথিতযশা শিল্পীরা থাকবেন বলে জানানো হয়েছে। রিয়েলিটি শো’টি মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হবে।
আরও পড়ুন