ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

লোকালয় থেকে উদ্ধার চিত্রল হরিণ সুন্দরবনে অবমুক্ত

প্রকাশিত : ১৯:৩৭, ৩১ মার্চ ২০১৯

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায় লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিত্রল হরিণকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত সদস্যরা হরিণটি ধরে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করেন।

শরণখোলার ওয়াইল্ড টিমের ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি গ্রামে হরিণ আসার খবর জানতে পেয়ে সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় গ্রামবাসীর তাড়া খেয়ে হরিণটি হারেজ মল্লিক নামের এক ব্যক্তির ঘরে ঢুকে পড়ে। পরে সেখান থেকে হরিণটি উদ্ধার করে সুন্দরবন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো.জয়নাল আবেদীন জানান, উদ্ধার হওয়া পুরুষ চিত্রল হরিণটির ওজন প্রায় ৪০ কেজি। সকাল ১০টার দিকে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে উদ্ধার হওয়া হরিণটি অবমুক্ত করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি