ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২০ মে ২০১৭ | আপডেট: ১৪:২৫, ২০ মে ২০১৭

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।
বাগেরহাটের শরণখোলার খুড়িয়াখালি গ্রামের ফুলমিয়া হাওলাদারের বাড়ির গোয়ালঘর থেকে বনবিভাগের একটি দল অজগরটি উদ্ধার করে। শুক্রবার ভোরে গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান ফুলমিয়া। পরে স্থানীয় বনবিভাগের কার্যালয়ে গিয়ে জানালে তারা গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। বিকালে বনবিভাগ অজগরটিকে সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের ধাবড়ি এলাকায় অবমুক্ত করে। অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট। ওজন ২০ কেজি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি