ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লোটাস কামাল জীবিত না মৃত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৬:৩০, ২২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গত ১৭ ই ডিসেম্বর দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুরে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণহানির পাশাপাশি দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দেশটিতে বসবাস করছিলেন জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। ভূমিকম্পের পর থেকে তার খবর কেউ জানাতে পারেনি। 

জানা যায়, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছিলেন পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছিলেন অর্থপাচারকারী লোটাস কামাল।

জানা গিয়েছিল সর্বশেষ ভূমিকম্পের সময় ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলাতেই অবস্থান করছিলেন তিনি। তবে এখানো জানা যায় নি সেখানে ভয়াবহ এই ভূমিকম্পে কেমন আছেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসর লোটাস কামাল।

ভানুয়াতু রাষ্ট্র ভূমিকম্পন এলাকায় হওয়ায় বিশ্লেষকসহ সাধারণ মানুষ মনে করছেন,দ্বীপ রাষ্ট্রের নতুন নাগরিকত্ব নিয়ে ভালোই বিপদে পড়েছেন অর্থ পাচারকারী লোটাস কামাল।

এদিকে রোববার (২২ ডিসেম্বর) আবারও ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে। রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার দূরে সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।
 
ফের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন জানিয়েছে, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন রাত ১২টায় নিজের মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালকে নিয়ে লাগেজ ভর্তি টাকা নিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বলে সূত্র জানিয়েছে। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

নেটিজেনদের দাবি, ওই লাগেজগুলোতে কয়েক বিলিয়ন ডলার ছিল। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি