লোডশেডিং চললেও বেড়েছে ভুতুড়ে বিল (ভিডিও)
প্রকাশিত : ১১:২৫, ২১ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:৩৪, ২১ অক্টোবর ২০২২
লোডশেডিং চললেও বেড়েছে বিদ্যুতের ভুতুড়ে বিল। কার্ডের মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি টাকা পরিশোধ করেও রেহাই পাচ্ছেননা রাজধানীর অনেক বাসিন্দা। ডিজিটাল মিটারের ভৌতিক বিল নিয়ে তাই প্রশ্ন তুলেছেন গ্রাহকেরা।
পরিবারের অন্যরা থাকেন দেশের বাইরে। মর্জিনা বেগম একাই বসবাস করেন আদাবর মনসুরাবাদের ফ্ল্যাটে। বেশ কিছুদিন আগে বিদ্যুতের বিল আসে ৩২ হাজার ২৯৯ টাকা। ডিপিডিসি মোহাম্মদপুর অফিসে অভিযোগ করলে পরের মাসে খানিকটা কমে বিল এসেছিল ২৭ হাজার টাকা। পরে একুশে টেলিভিশনে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হলে ভুতুড়ে বিলের কবল থেকে মুক্তি পান মর্জিনা।
টেলিভিশনের কল্যাণে মর্জিনা বেগমের রেহাই মিললেও অন্যদের অবস্থা ত্রাহি ত্রাহি। প্রিপেইড মিটারের আজগুবি বিল ভাবিয়ে তুলেছে নগরবাসীকে। তাঁদের অভিমত, বিলের অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে যাচ্ছে না। মাঝ থেকে পকেট ভরছে লাইনম্যানসহ অন্যদের।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্যবস্থা নেয়ার পর স্বস্তি মিলেছিল বিল সেক্টরে। গ্রাহকদের অভিযোগ, সম্প্রতি চাঙা হয়েছে পুরোনো সেই বিল সিন্ডিকেট।
৪ কোটি গ্রাহকের ৩০ লাখ প্রি পেইড মিটারের বেশিরভাগই দিচ্ছে কাংখিত বিল। মাঝখানে কিছু এলাকায় ভুতুড়ে বিল আসায় অশান্তিতে জনগণ।
এমএম/
আরও পড়ুন