ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ল্যাবএইডের উদ্যোগে উত্তরায় হচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৮ ডিসেম্বর ২০২৩

উত্তরায় ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে ল্যাবএইড গ্রুপ ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত হাসপাতালটি চালু হলে রাজধানীর উত্তরা ও এর আশপাশের জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসার দুয়ার খুলবে।

আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের একটি সদস্য। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাংলাদেশের কোনো স্বাস্থ্যসেবা খাতে এবারই প্রথম তারা সরাসরি অর্থায়ন করল। 

২০২৬ সাল নাগাদ হাসপাতালটি চালু করা হবে। হাসপাতালটি চালু হলে সেবাপ্রার্থীরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবেন।

হাসপাতালে থাকবে ১০০টি বিশেষায়িত শয্যা এবং ২৪ ঘণ্টা জরুরি সেবা। আরও থাকবে কার্ডিয়াক ক্যাথ ল্যাব, সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিট, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মডুলার অপারেশন থিয়েটার এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নিবিড় পর্যবেক্ষণব্যবস্থা। 

বাংলাদেশে স্ট্রোক ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে উত্তরায় ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল চালু হলে উত্তরা, মিরপুর, গাজীপুর ও সাভারের মানুষ সংকটময় মুহূর্তে হাতের নাগালে বিশেষায়িত জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ পাবেন। ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল বিশেষায়িত সেবা প্রদানের মাধ্যমে মানুষের মূল্যবান জীবন বাঁচাতে সাহায্য করবে।

বর্তমানে উত্তরাতে দুটি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার চালু রয়েছে। ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল চালু হলে সেবাপ্রার্থীরা এক ছাদের নিচে সব ধরনের অত্যাধুনিক চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ পাবেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি