শওকত জামিল ইউসিবির নতুন এমডি
প্রকাশিত : ১৫:৩৩, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:২৯, ১৪ নভেম্বর ২০১৮
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শওকত জামিল। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
ব্যাংকিং খাতে শওকত জামিলের রয়েছে দীর্ঘ ৩৫ বছর কাজ করার অভিজ্ঞতা। এর মধ্যে ২০ বছর তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জনকারী শওকত জামিল ১৯৮৩ সালে ইউসিবিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন।
তিনি জেনারেল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রেডিট, ট্রেজারি, জেনারেল সার্ভিসেস, ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্সসহ ব্যাংক ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শওকত জামিল দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
এসএ/
আরও পড়ুন