ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শক্তি না থাকায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়া মুক্তিতে বিএনপির দেওয়া কর্সসূচিতে জনগণের কোন সাড়া নেই বলে মন্তব্য করছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এইকসঙ্গে আন্দোলনের শক্তি না থাকায় বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া গ্রেফতারের পর বিএনপি অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটি তাদের মনে রাখতে হবে। এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার সাজার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়াশব্দ করবে না এটা বিএনপি ভাবেনি। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি