শক্তিবর্ধক ট্যাবলেট বিক্রির অপরাধে জরিমান
প্রকাশিত : ১৮:২১, ১ ডিসেম্বর ২০১৮
দিনাজপুরের নবাবগঞ্জে শক্তিবর্ধক ট্যাবলেট মজুদ করে বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর মোকছেদুল মোমিন জানান, বেআইনিভাবে উপজেলার আবতাবগঞ্জ বাজারে বকুল ভ্যারাইটিস স্টোরের মালিক বকুল মিয়া দীর্ঘদিন ধরে শক্তিবর্ধক ট্যাবলেট মজুদ করে বিক্রি করে আসছিল। ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ৭’শ বোতল শক্তিবর্ধক ট্যাবলেট জব্দ করে জরিমানা আদায় করেন।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন