ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৮ নভেম্বর ২০২৩

পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ভূমি এমনভাবে দুলছিল যেন আপনি নৌকায় রয়েছেন।’ 

মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক শহর থেকে ২০ কিলোমিটার দূরে আঘাত হানে। এটি হচ্ছে সমুদ্র উপকূলবর্তী একটি শহর।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পৃথক এক বুলেটিনে বলেছে, এতে সুনামির কোন হুমকি নেই।

ওয়েওয়াক ভিলেজ ইন হোটেল কাজ করা কর্মী ড্যানি সিওলো বলেন, ‘আমার ধারণা ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল।’

পাপুয়া নিউ গিনি অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। ফলে সেখানের জনসাধারণের কাছে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি