ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২২ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামিরও কোনো আশঙ্কা নেই।

ইন্দোনেশিয়ার জিওফিজিকস এজেন্সি (বিকেএমজি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তীরে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

বিকেএমজি আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। পূর্ব জাভার রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলোতে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

সূত্র : আল-অ্যারাবিয়া।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি