ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৩ আগস্ট ২০২৪

৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন।

আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

তবে এ ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলের টেকটোনিক প্লেটের ওপর অবস্থান হওয়ার কারণে ফিলিপাইনে ছোট-বড় মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি