ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শচিনের সঙ্গে দেখা করল প্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নক্ষত্রের পাশে নতুন তারকা। একই মঞ্চে ‘ক্রীড়া বিনোদন’ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র এবার দেখা করলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের সঙ্গে। তবে শুধু প্রিয়াই নন, তাঁর সঙ্গে ছিলেন ‘ওরু আদর লাভে’ সিনেমায় প্রিয়ার সহ অভিনেতা রোশন আবদুল রাহুফ।

আইএসএল ম্যাচ চলাকালীন জওহারলাল নেহেরু স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রিয়া। শুক্রবার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চেন্নাইন এফসি-র ম্যাচ চলাকালীন দেখা যায় প্রিয়া প্রকাশকে। এ সময় ক্রিকেট নক্ষত্র শচিনের সঙ্গে দেখাও করেন প্রিয়া। দেখা করেন অভিষেক বাচ্চনের সঙ্গেও।

ওইদিনের ম্যাচে প্রিয়া কেরালার সমর্থক ছিলেন। কারণ গায়ে ছিলো হলুদ ড্রেস। এদিকে শচিনের গায়েও দেখা যায় হলুদ জার্সি। ম্যাচ চলাকালীন একটি ভিডিও সোশ্যাল সাইটে শেয়ার করেন প্রিয়া।

তবে শচিন ও অভিষেক বাচ্চনের মতো কিংবদন্তিদের সঙ্গে দেখা করতে পেরে বেশ উচ্ছ্বাসিত প্রিয়া। কোচির আইএসএল ম্যাচ শেষ হতেই ভাইরাল হয়ে যায় শচিনের সঙ্গে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের ছবিগুলো।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি