ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শতভাগ অপসারণের দাবি, তবু অনেক জায়গায় মিলেছে বর্জ্যর স্তুপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৩০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিয়েছেন অনেকে। তবে প্রথম দিনের তুলনায় সংখ্যা খুবই কম। ঘোষণা অনুযায়ী চলছে ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণও। দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণে করছে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। সিটি করপোরেশনের পক্ষ থেকে শতভাগ বর্জ্য অপসারণের কথা বলা হলেও রাজধানীর কেওথাও কোথাও দেখা গেছে বর্জ্যের স্তুপ। 

ঈদ-উল আযহার প্রধান অনুষঙ্গ পশু কোরবানি। দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় পশু কোরবানি হয়েছে।

দুই সিটি করপোরেশন কোরবানির বর্জ্য শতভাগ অপসারণের দাবি করলেও কিছু এলাকায় এখনও আছে এরকম বর্জ্যের স্তুপ। তার সঙ্গে যুক্ত হচ্ছে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য। 

সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় দিনের কোরবানির কারণেই কোথাও কোথাও বর্জ্য জমা হয়ে আছে, সেগুলোও যত দ্রুত সম্ভব অপসারণ করা হবে। 

দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে দুই সিটির কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে খোলা আছে হটলাইন।

সঠিকভাবে বর্জ্য অপসারণে ১১ লাখ প্লাস্টিক ব্যাগও সরবরাহ করে দুই সিটি করপোরেশন। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি