ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শতাধিক আসনে প্রার্থী দিবে সিপিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৯ নভেম্বর ২০১৮

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দিবে। ইতোমধ্যে সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিয়েছে। গণতান্ত্রিক বাম জোটের ব্যানারে আগামী নির্বাচনে অংশ নিচ্ছে এ দল। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়ে গেছে দলটির বলে জানা গেছে। তবে `নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি`র ওপর নির্ভর করছে তাদের অংশগ্রহণ করা বা না-করা।

ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখলেও সিপিবিসহ আটটি বাম দলের মোর্চা বাম গণতান্ত্রিক জোট এখনও ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। আগামী ২৩ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন এবং নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনসহ আট দফা দাবি করেছে এ জোট। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের এসব দাবিতে বাম জোট রাজপথেও আন্দোলন করছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ ১৪ দলের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপকালেও বাম গণতান্ত্রিক জোট নেতারা এই আট দফা দাবি তুলে ধরেন। সংলাপে তফসিল ঘোষণার আগেই এসব দাবি পূরণের আহ্বান জানানো হয়েছিল। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবিতে ইসিতে চিঠিও দিয়েছিল জোট। কিন্তু এসব দাবি উপেক্ষা করেই ইসি বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে নতুন করে ভাবছেন জোট নেতারা। তারা বলছেন, নির্বাচনকালীন রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে তাদের অংশগ্রহণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না থাকলে তারা নির্বাচনে নাও যেতে পারেন। এর আগে ২০১৪ সালের নির্বাচনও বর্জন করেছিল সিপিবিসহ বাম জোটভুক্ত দলগুলো।

অবশ্য নির্বাচনে অংশ নিলে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে বাম গণতান্ত্রিক জোটের। আলাপ-আলোচনার মাধ্যমে এখন পর্যন্ত ১১০টি আসনে জোটের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া ৫০টি আসনে শরিক দলগুলোর একাধিক প্রার্থী থাকায় সেগুলো নিয়ে যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। কোনো প্রার্থী দেওয়া সম্ভব হবে না- এমন আসনগুলোতে মানুষের কাছে গ্রহণযোগ্য স্বতন্ত্র অথবা বিভিন্ন পেশাজীবী প্রার্থীকে সমর্থন জানাবে বাম জোট।

এমন দিকনির্দেশনার অংশ হিসেবে বাম জোটের অন্যতম প্রধান শরিক সিপিবি নির্বাচনী প্রস্তুতি এগিয়ে রেখেছে। বেশ আগেই প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু করেছে তারা। এখন পর্যন্ত চূড়ান্ত করেছে শতাধিক আসনের প্রার্থী। দলীয় ফোরামের বৈঠকে আরও কয়েকটি আসনের প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের বেশিরভাগই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা চলতি বছরের মার্চে স্থানীয় শহীদ মিনারগুলো থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচারণা অব্যাহত রেখেছেন।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা চালুর লক্ষ্যে তারা আন্দোলনের মাঠে রয়েছেন। টাকার খেলা, পেশিশক্তির দাপট, প্রশাসনিক কারসাজি ও সাম্প্রদায়িকতার প্রভাবমুক্ত নির্বাচনব্যবস্থা চান তারা। এ আন্দোলনের অংশ হিসেবে তাদের অংশগ্রহণের প্রস্তুতি থাকলেও তা সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচনী পরিবেশ-পরিস্থিতির ওপর। তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছেন, পাশাপাশি পরিস্থিতি অনুকূল না হলে বয়কটের জন্যও তৈরি রয়েছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি