১৯ ডিসেম্বর
শত্রুমুক্ত হয় ভৈরব ও ভাটিয়াপাড়া
প্রকাশিত : ১৪:১৮, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫১, ১৯ ডিসেম্বর ২০১৭
বিজয়ের তিনদিন পর শত্রুমুক্ত হয় দেশের এই দুটি অঞ্চল। এর আগে ভৈরবে অবস্থানরত পাকিস্তানী সেনারা বিশ্বাস করতে পারছিল না, তারা পরাজিত হয়েছে। চারদিক থেকে মুক্তিযোদ্ধারা ঘিরে থাকায় খাদ্যের অভাবে দুর্বল হয়ে ১৯ ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা।
এদিকে এই দিনে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে। ১৯ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক হামলায় বিপর্যস্ত হয়ে ৬৫ জন পাকিস্তানী সেনা ও শতাধিক রাজাকার মুক্তি ও মিত্র বাহিনীর কাছে আত্মসর্মপন করে।
/ এআর /