ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল

প্রকাশিত : ১১:২১, ২০ মার্চ ২০১৯

ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী শনিবার চেন্নাইয়ে শুরু হবে আইপিএল। শেষও হবে চেন্নাইয়ে। ১২ মে চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০১৯ আইপিএলের ফাইনাল।

সূচি অনুযায়ী, দিনের ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ এবং নৈশ ম্যাচ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।

আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ম্যাচটি ২৩ মার্চ শুরু হবে।পরের দিন সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ খেলবে কলকাতা নাইটরাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে।

রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটেলস। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার খেলছেন না আইপিএলে।

এবারের আইপিএলে সৌরভ গাঙ্গুলী দিল্লি ক্যাপিটেলসের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন । দিল্লির কোচের দায়িত্ব পালন করবেন রিকি পন্টিং।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি